The Web This Blog

Tuesday, September 30, 2008

Localization এর কাজ

আজ প্রথম Localization এর কাজ করলাম। অনেক আগে একবার করেছিলাম তবে খুব অল্প। আপাতত আমার কাজ শুধু ইংরেজী থেকে বাংলা অনুবাদ করা। অঙকুর এর সাথে জড়িত প্রায় ৩ বছর। তার সুবাদে মাঝে মাঝ এমন দু-একটা কাজ করার সুজোগ হয়। ভাবতে ভাল লাগে আমার অনুবাদ করা শব্দ বাচ্চারা ব্যবহার করে কম্পিউটার চালাবে।


একসময় সফ্টওয়ার সম্র্পকে জানতে গেলে অন্যদের সাথে আমার নাম টা সবাই দেখতে পাবে এই আশাতে আছি।

1 comment: