The Web This Blog

Sunday, April 24, 2011

Change Joomla Template

অনেকদিন পরে ...........

পূর্বের ধারাবাহিক{Part-3}

আজ আমরা শিখবো কিভাবে জুমলাতে টেমপ্লেট পরিবর্তন করতে হয়। এটা খুবই সহজ একটা কাজ। আমার কাছে মনে হয় যারা জুমলা ইনস্টল করতে পারেন তাদের কাছে কোন ব্যাপার না।

১। আমাদের প্রথমে ইন্টারনেট থেকে পছন্দ মত টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। এবং সুবিধা মত একটি স্থানে রাখতে হবে।


২। তারপর আমাদের WampServer চালু করতে হবে।


৩। এখন আমাদের Localhost এ লগ ইন করতে হবে।

৪। আমরা এখন Extensions & Install / Uninstall তারপর Package File Brows … করে (টেমপ্লেট টি নির্বাচন করে) Upload File & Install। টেমপ্লেট টি ইনস্টল হয়ে গেল।



৫। এখন আমরা সর্বশেষ কাজটি করবো। Extensions & Template Manager এ গিয়ে টেমপ্লেট টি নির্বাচন করে Default button এ ক্লিক করেতে হবে।



এখন Preview দেখেন আপনার পছন্দ মত টেমপ্লেট টি আপনার Web Site এর জন্য নির্বাচিত হয়ে গেল।



Thursday, April 14, 2011

শুভ নববর্ষ ১৪১৮

নিসি যখন ভোর হবে, সব তারা গুলো নিভে যাবে। আসবে একটা নতুন দিন। দিনটা হোক অমলিন, শুভ হোক তোমার প্রতি দিন।


শুভ নববর্ষ ১৪১৮। সবাইকে শুভেচ্ছা

Tuesday, April 12, 2011

Mental Satisfaction !!!!!!

পৃথিবীতে যত রকম জীব আছে তার মধ্যে মানুষের মন জয় করা সবচেয়ে কঠিন কাজ। তাদের চাহিদাও সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। সৃষ্টিকর্তা নিজেও হয়তো অনেক সময় হিমসিম খান আমাদের চাহিদা পুরন করতে।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, “জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। একটা চাইতে গিয়ে দশটা চেয়ে ব'সো না। একেরই যাতে চরম হয় তাই কর। সবগুলিই রক্ষা পাবে” অন্যান্য ধর্মেও এমন ভাবে বলা আছে, “মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি।” So No Tension ...........

যখন ছাত্র ছিলাম তখন ভাবতাম পরিক্ষায় কিভাবে পাশ করবো। পাশ করলাম, এখন একটা চাকরি দরকার। চাকরিও পেলাম, এখন একটা ভালো চাকরি দরকার। ভালো চাকরিও পেলাম, করলাম খেলাম। এখন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করাতে চাই, যার স্বত্ত্বাধিকারী / অংশিদার আমি।

তারপর ..............