আমি বড় সাধাসিধা একটা ছেলে। ছোট বেলা থেকেই বড় হয়েছি কঠিন শাসন ও আদরের মাঝে। নষ্ট হয়ে যাব এই ভয়ে আমার বাবা আমাকে সবার সাথে মিশতে দিতেন না। আমি আমাদের পরিবারের মধ্যে একমাত্র বড় ছেলে। বোধ হয় সেজন্যই সবাই সবচেয়ে আদর করে।
তা যাই হোক যা বলছিলাম, আমি সবসময় নিউট্রাল। মানে হচ্ছে কারো আগেও নেই, কারো পিছেও নেই। আমি কথাও কম বলি। এজন্য আমার পরিবারের অনেকে আমাকে পছন্দ করেনা। আমি একটা জিনিস সবসময় অপছন্দ করি তা হলো, কেউ বিনা কারনে আমার সাথে খারাপ ব্যবহার করলে।
গতকাল facebook থেকে একটি মেয়ের সাথে পরিচয় হলো। নাম R…. S……
এই প্রথম কোনো অপরিচিত মেয়ের সাথে facebook e chatting করলাম। এটা আমার জিবনের প্রথম long time chatting.
Tuesday, January 8, 2008
অনেক দিন পর.......
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment