যারা আমার মত মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন এবং বাংলাকে ভালবাসেন তারা চাইলে খুব সহজেই মোজিলা ফায়ারফক্স ২ সব option বাংলাতে ব্যবহার করতে পারেন।
১. প্রখমে এই link থেকে en-US.jar ফাইলটা ডাউনলোড করতে হবে।
২. ফায়ারফক্স ২ বন্ধ করতে হবে।
৩. C:\Program Files\Mozilla Firefox\chrome ফোল্ডারে যেতে হবে।
৪. এখানে একটি en-US.jar নামে একটা ফাইল পাওয়া যাবে । সেটার নাম পরিবর্তন করে en-US.jar.bak নামে save বা অন্য কোথাও সরিয়ে রাখতে হবে।
৫. এবার download করা en-US.jar ফাইলটি এখানে [অর্থাৎ C:\Program Files\Mozilla Firefox\chrome] copy করতে হবে।
৬. FireFox আরম্ভ করে দেখুন কোন পার্থক্য দেখা যায় কিনা।
Monday, January 28, 2008
মোজিলা ফায়ারফক্স ২ বাংলা
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment