অনেক দিন যাবত কিছু লেখা হচ্ছে না। গতকাল ছিল আমাদের অফিসের ৮ম জম্ন দিন। একটা Tutorial আছে কিন্তু সময়ের কারনে আপলোড কারা হচ্ছে না।
গতকাল আমার দিন ভালই কেটেছে কিন্তু দিন শেষে আমার অবুঝ মনটা কেমন যেন হয়ে গেল আমারই অজান্তে।অফিস থেকে KFC গুলশান এ যাবার কথা ছিল অফিসের সকলের। আমি যাই নি......। গত ২ বছর যাবত আমার ভিতরের আমি টাকে চিনতে পারছি না। আমার অজান্তেই কেমন যেন হয়ে যায়। আমি আমার বাবার একমাত্র ছেলে। পূর্বপুরুষরা যা রেখে গেছে তা দিয়ে হয়ত আমার জীবনটা কাটিয়ে দিতে পারবো। আমার আশেপাশে অনেক অসহায় মানুষ দেখে আমার এই জাতিয় বিলাসিতা কে ঘৃনা হয় বিষেশ করে আমার নিজের উপর। আমাদের বংশে কেও চাকরি করেনি। আমার বাবার-ও ছোট খাট একটা ব্যবসা আছে। কিন্তু ব্যবসা করতে গেলে মিথ্যা কাথা আর অধিনস্ত দের সাথে খারাপ ব্যবহার করতে হয় তাই ব্যবসায় বসিনা।
আমি আমার নিজের উপার্যন করা অর্থ দিয়ে এই অসহায় মানুষদের জন্য কিছু করে যেতে চাই। তাই চাকরি করি। স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন মানুষ রূপে। তাই আমার মত যারা অসহায় মানুষ আছে তাদের জন্য যদি কিছুই না করতে পারলাম তা হলে তো জীবন টাই বৃথা।
================================================
really......
ReplyDelete