The Web This Blog

Thursday, September 3, 2020

আমার জন্ম তারিখ


আমার মা বলেছে আমার জন্ম হয়েছিল, ১২ ই আশ্বিন ১৩৮৯ বাংলা, রোজ বুধবার, রাত ১২:৩০ মিনিট।
বাংলা পঞ্জিকা মতে ২৯ শে সেপ্টেম্বার ১৯৮২ (কারন তখনো আকাশে তারা ছিল)

কিন্তু ইংরেজী দিন পঞ্জিকা মতে তারিখ হবে ৩০ শে সেপ্টেম্বার, ১৯৮২ রোজ বৃহস্পতিবার। কারন রাত ১২ টার পর নতুন দিন শুরু হয়।

এস,এস,সি পরিক্ষার রেজিসট্রেশন অনুসারে ০৩ রা সেপ্টেম্বার ১৯৮৩ রোজ শনিবার। বিদ্যালয় থেকেই এস, এস, সি পরিক্ষার সময় বয়স কমিয়ে দেয়া হতো, যাতে সরকারি চাকরি পেতে সুবিধা হয়।


যদি আসল যেটা মা বলেছে সেটা পালন না করি তাহলে জন্মটাই কেমন হয়ে গেল। যদি ইংরেজী দিন পঞ্জিকা মতে না মানি তাহলে তো আধুনিক মানুষ হতে পারলাম না। আর যদি এস,এস,সি পরিক্ষার রেজিসট্রেশন অনুসারে না করি তাহলেতো সকল পরীক্ষার মূল্যায়ন পত্রগুলো বাতিল হয়ে যেতে পারে।

এখন আমি জন্মদিন কোনটা পালন করবো!? তাই প্রতি বছর জন্মদিন আসলে জটিল সমিকরনের ধাধায় পরে যাই।

No comments:

Post a Comment