The Web This Blog

Tuesday, September 30, 2008

নিজের ঢোল নিজে বাজাই

আজ ৩০ সেপ্টেম্বর, আমার ২৬ বছর পূর্ন হলো। কাগজ কলমে যদিও ২৫।


জম্ন কথাঃ


আমার জম্ন মামা বাড়িতে ছোট্ট একটি ঘরে। যেই ঘরে আমার মায়ের ও জম্ন হয়েছিল। জম্ন গত ভাগে আমি তুলা রাশির জাতক ও দেবগন। আমার জম্নের সময় গ্রহ গত কারনে বাম পার পাতা বাকা ছিল (এখন সম্র্পূন ভাল)। আমি ছিলাম আমার বংশের প্রথম পুত্র সন্তান।


বংশ পরিচয়ঃ


বংশ গত দিক দিয়ে আমি আলিমন গোত্রের কায়স্ত শীল। ঠাকুর দাদা ছিলেন কবি গানের সরদার। যাত্রা, কবি গান, পালা গান ইত্যাদি আমাদের রক্তের সাথে মিশে আছে। ঠাকুর দাদার সময় থেকে নামের উপাধি শীল এর পরিবর্তে সরকার ব্যবহার করে আসছি। পারিবারিক ভাবে আমরা মা কালী -এর উপাসক। প্রতি বছর মাঘী পূর্নিমার আগের রাতে গ্রামের বাড়িতে মার পূজা হয়।


আমরা ৩ ভাই-বোন। দিদি-আমি-বোন। আমাদের সবার নামের অক্ষর থাকতে হবে।

বাবা: রবীন্দ্রনাথ সরকার, মা: রিতা রানী সরকার, দিদি: মাধবী রানী সরকার (রেখা), আমি: রাম কৃষ্ণ সরকার, বোন: শিখা রানী সরকার (রাধা)।


লেখা পড়াঃ

লেখা পড়ায় কখোনই ভাল ছিলাম না। পরীক্ষায় পাশ করার জন্য যতটুকু দরকার ততোটুকু হলেই খুশি। সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাশ করে ভর্তি হই গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় ১৯৯৯ সালে মাধ্যমিক শেষ করলাম। এইচএসসি সলিমূল্লা ডিগ্রী কলেজ এবং বিবিএস সরকারি শহিদ সোহরাওর্দী কলেজ থেকে পাশ করলাম সেটা ২০০৪ সালের এর কথা।


চাকরি জীবনঃ


এসএসসি পাশ করে প্রথম শিক্ষক হিসাবে চাকরি জীবন শুরু করলাম। তখন একটি মাত্র ছাত্র পড়াতাম। বেতন শুরু হলো ৩০০ টাকা থেকে। প্রথম আয় ভাবতে ভালই আগতো। বিবিএস পড়ার সময় ২য় চাকরি এটা সর্ম্পকে আগেই বলেছে। এটা ছিল আমার কাছ একটা সপ্নের মত। তারপর যোগ দিলাম গাজীপুরের একটি টেক্সটাইল মিল এ। তারপর ২০০৭ এ বর্তমান টাইগার আইটি বাংলাদেশ লিঃ-এ।


শখঃ


সময়ের সাথে সাথে শখ গুলো কেমন যেন বদলে গেছে। একসময় ডাকটিকিট, মূদ্রা সংগ্রহ করা ছিল আমার প্রীয় একটি বিষয়। তারপর শুরু হলো গান সংগ্রহ করা। প্রচুর অডিও কেছেট কিনেছিলাম যা এখন বস্তা বন্ধি অবস্থায় আছে। তারপর শুরু হলো জাদু শিখা। একসময় দেখলাম অনেক জাদু শিখে গেছি। এখন ভাল লাগে ঘুরতে, গান শুনতে, বাচ্চাদের সাথে সময় কাটাতে।


ভবিষ্যত পরিকল্পনাঃ


এখন যে সপ্ন টা মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, আমাদের গ্রামের বাড়িতে বড় ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলা যেখানে কাজ করবে শত শত অসহায় ছাত্র-ছাত্রী। কারন আমি মনে করি বাংলাদেশের জন্য ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার পাশা পাশি হাতে কলমে কিছু শিখা। যা পরবর্তী জীবনে কাজে লাগবে।


বেশ কয়েক দিন যাবত ভাবতেছি লেখার জন্য। তারপর ও অনেক কথা বলতে গিয়েও কেন যেন আটগে গেল। পরে এক সময় লিখতে হবে।






------------------

রাম কৃষ্ণ সরকার (বাপ্পী)

মোবইলঃ- +৮৮০-১৭১৫৭৯৫৫৬৩

Email:- shbappy |at| gmail |dot| com

Localization এর কাজ

আজ প্রথম Localization এর কাজ করলাম। অনেক আগে একবার করেছিলাম তবে খুব অল্প। আপাতত আমার কাজ শুধু ইংরেজী থেকে বাংলা অনুবাদ করা। অঙকুর এর সাথে জড়িত প্রায় ৩ বছর। তার সুবাদে মাঝে মাঝ এমন দু-একটা কাজ করার সুজোগ হয়। ভাবতে ভাল লাগে আমার অনুবাদ করা শব্দ বাচ্চারা ব্যবহার করে কম্পিউটার চালাবে।


একসময় সফ্টওয়ার সম্র্পকে জানতে গেলে অন্যদের সাথে আমার নাম টা সবাই দেখতে পাবে এই আশাতে আছি।

Friday, September 26, 2008

আমার কিছু ছবি

আজ শুক্রবার, অফিসে তেমন কোন কাজ নাই। বসে বসে ৬০ টার মতো ছবি Scan করলাম। বেছে বেছে ৬ টা ভাগে ভাগ করে blog এ দিলাম।


১. নিমাকস্
২. লালবাগ কেল্লা ভ্রমন
৩. মার পূজা
৪. গ্রামের বাড়ি
৫. SSC 1998
৬. যখন আমি ছোট...........

Monday, September 22, 2008

Facebook, Friendship ও আমি.........

আমরা মানুষ, আমাদের পরিবারের সদস্যদের বাইরে যাদের সাথে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করি সে হচ্ছে বদ্ধু। সমাজে বাস করতে হলে অনেক ধরনের মানুষের সাথে নানা ভাবে পরিচয় ঘটে। সবাই বদ্ধু হয় না।


শিশু শ্রেনী খেকে ডিগ্রী জীবনের দীর্ঘ সময় পার করে এসেছি লেখাপড়ার জন্য। পরিচয় হয়েছে নানা ধরনের, নানা ধর্মের ছেলে-মেয়ে দের সাখে। জীবনে চলার পখে অনেকেই আজ আমার জীবন খেকে ঝরে গেছে। অনেকের সাথে সম্পর্ক টিকে আছে এখনও।


ছোটকাল থেকে আমি কম কথা বলতে ভালবাসি। যাদের পছন্দ হয়না তাদের সাখে মনখেকে মিশতে পারি না। যার কারনে আমার পরিচিত মানুষের সংখা কম কারন মাঝে মাঝে নিজেকেই আমি পছন্দ করতে পারি না।


ফেসবুকে যারা আমার বদ্ধু তালিকায় আছে তাদের বেশীর ভাগই চাকরির সুবাদে পূর্ব পরিচিত। তার বাইরেও বেশ কয়েকজন এর সাথে পরিচয় হয়েছে। ভাল লাগে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে তাদের খোজ খবর রাখতে। সবচেয়ে বেশী কষ্ট পাই যখন কেও আমাকে ভুল বুঝে। আমি চাই আমার পরিচিত আছে তাদের সব সময় হাসি খুশি রাখতে।


আজ অনেকের নাম আমার বদ্ধু তালিকা খেকে বাদ দিলাম।

Friday, September 5, 2008

প্রীয় নায়ক সালমান শাহ


আগামীকাল ৬ ই সেপ্টেম্বর প্রায় ১২ বছর আগে এই রকম একদিনে বাংলাদেশের একটি ছেলের মৃত্যূ হয়। যাকে আমরা নায়ক সালমান শাহ নামে বেশী জানি। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন।


সিনেমা দেখার শখ আমর ছোট বেলা খেকে। প্রতি বছর বার্ষীক পরীক্ষার পর আমাদের বাসাতে ৭ খেকে ১০ দিনের জন্য ভিসিআর আনা হতো। আমি মূলত ভারতের মিঠুন চক্রবর্তী বড় ভক্ত ছিলাম। তার Disco Dancer” ছবিটি আজ আমার কাছে দেখতে ভাল লাগে।


৯০ দশক এর মাঝামাঝি দিককার কথা আমি মাঝে মাঝে সিনেমা হলে ছবি দেখতে যেতাম। সেই সুবাদে সালমান শাহ-এর ও দু-চারটা ছবি দেখার সুজোগ আমার হয়েছিল। তবে তার মৃত্যুর পর দেখা হয়েছে বেশী।


আজ তার স্বরনে লিখতে বসে ১৯৯৬ সালের ৬ ই সেপ্টেম্বর এর কথা কিছুটা মনে পরছে।

সম্ভবত বিকালের দিকে আমার এক কাকীকে এসে বলছে সালমান শাহ মারা গেছে। আমার কাকী ছিল সালমান শাহ এর কঠিন ভক্ত। পরে বিটিভি খবরে শুনলাম ও দেখলাম আসল ঘটনা।


তখন একটা বিষয় ভেবে অবাক হতাম অনেকের হয়তো মনে আছে তার অনেক ভক্ত তার মৃত্যুর খবর পেয়ে আত্যহত্যা করেছিল। মজার বিষয় হচ্ছে আমিও তার কিছু গান, ছবি কিনেছিলাম। আমার মনে আছে আমার কাছে প্রায় ৭০-৮০ টার মত ছবি ছিল। দুঃখের কথা হচ্ছে এখন আমার কাছে ৫-৭ টার বেশী নাই।


আমরা আসলে ভাল লোক বেচে থাকলে তার সম্মান দেই না। আমার মনে হয় তার মৃত্যুর পর তার অভিনিত ছবি মানুষ বেশি দেখেছে।


তার আত্নার শান্তিকামনায়।

Wednesday, September 3, 2008

আজ আমার জম্নদিন

কাগজ কলমে আজ আমার জম্নদিন।গত প্রায় ১২ বছর আগে এই তারিখ টার সৃষ্টি। অনেকেই এস,এস,সি পরীক্ষায়ার রেজিট্রেশন এর সময় বয়স কমিয়ে দেন। এটাকে আমি Certificate Birthday হিসাবে পালোন করি। আর আমার মা মাধ্যোমে আমি পৃথিবীর আলো দেখি ৩০ সেপ্টেম্বর ১৯৮২ ইং (বাংলা ১২ ই আশ্বিন ১৩৮৯)।

এস,এস,সি রেজিট্রেশন এর সময় আমার ২ টা ভুল হয়। আমাকে তখন বলা হয়েছিল এটা কম্পিউটার ভুল করেছে। তখন বুঝেনি আসলে কম্পিউটার নয় আমাদের মত হাত-পা আছে এমন এক ধরনের জীব। যারা সরকারী চাকরী পায় তাদের মামাদের জোরে। এই ভুল টা আমাকে আজীবন বয়ে বেরাতে হবে। আমাকে এখন নামের বানান সঠিক করে ভুল টাই লিখতে হয়। এর ফলে কত যে সমস্যায় পরতে হয় আমার মত যারা তারাই বুঝতে পারবেন।

সবাই আমার জন্য আর্শিবাদ ও দোয়া করবেন আমি যেন এই পৃথিবীকে ভাল কিছু উপহার দিতে পারি।

Monday, September 1, 2008

Auto Run Option বন্ধ করা

Windows XP Professional একটি Auto Run Option আছে। CD, DVD, Pen Drive লাগালে Auto Run Option চালু হয়। খুব সহযেই এটা বন্ধ করা যায়।



যা করতে হবেঃ- Start > Run-এ কিক করুন৷ তারপর রান উইন্ডোতে gpedit.msc লিখে Ok করলে Group Policy চালু হবে৷ সেখানের বাম দিকের প্যানেল থেকে User Configuration > Administrative Templates > System যেতে হবে। এবার সেখান থেকে Turn off Autoplay লেখা ফাইলে ডবল ক্লিক করলে Turn off Autoplay Properties উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Enable লেখা রেডিও বাটনকে সিলেক্ট করে তার নিচে আসা Turn off Autoplay on: লেখার পাশের ড্রপডাউন মেনু থেকে All Drives সিলেক্ট করে Ok করে বের হয়ে আসুন৷






এখন আর CD, DVD, Pen Drive ব্যবহার করার সময় Auto Run Option চালু হবে না।