মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার খুললে পেজের টাইটেলের ডান পাশে এক্সপ্লোরারের title Microsoft Internet Explorer দেখায়। চাইলে সহজেই registry editor থেকে এই টাইটেল পরিবর্তন করা যায়। এজন্যে registry editor (run গিয়ে regedit লিখে ok)
এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main এ যেতে হবে। এবার নতুন একটি String Value (Edit > New > String Value) নিয়ে এর নাম দিতে হবে Window Title| এবার Window Title খুলে (দুইবার click করে) Value Date অংশে (Bappy’s Internet Explorer) বা পছন্দের নাম দিয়ে ok। এবার ইন্টারনেট এক্সপ্লোরার খুলে টাইটেল পরির্বতন লক্ষ্য করে দেখ।
Friday, December 28, 2007
Internet Explorer title পরিবর্তন
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment