The Web This Blog

Monday, December 10, 2007

একাধিক Text ফাইলকে একটা ফাইলে রুপান্তর করা

ধরুন Dhaka.txt, Faridpur.txt ও Khulna.txt নামে কয়েটি টেক্সট ফাইল আছে। এই ফাইলগুলির সব তথ্য Bangladesh.txt নামে একটা ফাইলে লিথতে হবে। এজন্য Start Menu–>Run এ cmd ডস প্রম্পট রান হবে। যেখানে বা যে Folder এ ফাইলগুলি আছে সেই লোকেশনে যাতে হবে।

copy/b Dhaka.txt+ Faridpur.txt +Khulna.txt Bangladesh.txt
অথবা,
copy/b *.txt Bangladesh.txt
(তবে এই ক্ষেত্রে ফোল্ডারটিতে উল্লেখিত ফাইলগুলি ছাড়াও যদি অন্য টেক্সট ফাইল থাকে তা ও এক হয়ে যাবে।)

No comments:

Post a Comment