ধরুন Dhaka.txt, Faridpur.txt ও Khulna.txt নামে কয়েটি টেক্সট ফাইল আছে। এই ফাইলগুলির সব তথ্য Bangladesh.txt নামে একটা ফাইলে লিথতে হবে। এজন্য Start Menu–>Run এ cmd ডস প্রম্পট রান হবে। যেখানে বা যে Folder এ ফাইলগুলি আছে সেই লোকেশনে যাতে হবে।
copy/b Dhaka.txt+ Faridpur.txt +Khulna.txt Bangladesh.txt
অথবা,
copy/b *.txt Bangladesh.txt (তবে এই ক্ষেত্রে ফোল্ডারটিতে উল্লেখিত ফাইলগুলি ছাড়াও যদি অন্য টেক্সট ফাইল থাকে তা ও এক হয়ে যাবে।)
Monday, December 10, 2007
একাধিক Text ফাইলকে একটা ফাইলে রুপান্তর করা
রাম কৃষ্ণ সরকার আমার নাম। বাপ্পী নামটি আমার কাকার দেওয়া। আমি আমাদের বংশের বড় ছেলে তাই ঠাকুর মা ও ঠাকুর দাদা সহ সবার আদর পেয়েছি সবচেয়ে বেশী। ভাল লাগে স্বপ্ন দেখতে, গান শুনতে, নতুন নতুন জাদু শিখতে ও ঘুরতে। আমি আমার “মা” কে সবচেয়ে বেশী ভালবাসি।
আমার বন্ধু সংখা অনেক কম। আমার কয়েকটা খারাপ গুন হচ্ছে সবার সাথে মিশতে না পারা, গুছিয়ে মিথ্যা কথা বলতে পারিনা ও কথা কম বলা। ভাল লাগে শিশুদের সাথে সময় কাটাতে। মন খারাপ হলে বুড়িগঙ্গা নদীর পাশে একা একা বসে থাকতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment