নবম দিন ....
আজ আমার ভ্রমনের শেষ দিন। প্রচন্ড গরমে অতিষ্ট আমরা। কল্যান দা তার এক জজমানের বাড়িতে গিয়েছিলেন ফিরে আসেন প্রায় রাত ১০ টার দিকে। আমি আর বিধান কাকা বাগুইআটি মন্দিরে সময় কাটাচ্ছি ও এই কয়দিনের ভ্রমনের নানান বিষয় নিয়ে গল্প করছিলাম। এতইটা গরম ছিল যে বারইরে যাবার ইচ্ছা হলো না। বিকালদিকে কিছুটা গরম কমলে আমরা বাগুইআটি ও এর আশে পাশের এলাকায় ঘুরা ঘুরি করলাম।
সন্ধায় মন্দিরে সমবেত প্রার্থনা শেষ করলাম। রেলপুকুরের বিপরিতে একটি নিরামিষ দোকান আছে এই কয়দিনের নাস্তার ভরসা ছিল এটাই। শেষবারের মত কিছু নাস্তা সেরে নিলাম বিধান কাকা, দিপক ও আমি। মন্দিরে ফিরে এসে ব্যাগ পত্র সব গুছিয়ে। ভোরে রওনা হওয়ার অপেক্ষা।
রাতের খাবার শেষ করতে করতে প্রায় রাত ১২ টা। ভোর তিনটার দিকে আমাদের উঠতে হবে। আমি আর বিধান কাকা ঘন্টা খানেক ঘুমালাম। কল্যান দার তার ব্যাগ গুছাতে গুছাতে আর ঘুমাতে পারলো না।
শেষ দিন ....
No comments:
Post a Comment